মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার রাতে মহাদেবপুর বকের মোড় এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, নওগাঁ সদর থানার ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে