শোকসভা

প্রকাশিত: জুন ২৩, ২০২০; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
শোকসভা

আমার শোকসভায় সভাপতিত্ব করুক কোনো বিপত্নীক একলা চড়ুই;
চড়ুই এর চাইতে আর বেশী কেইবা জানে, ঘর ভেঙে যাওয়ার দুঃখ।

আমার শোকশভায় দীর্ঘশ্বাস ফেলুক শতাব্দীর সবচাইতে প্রাচীন অশ্বথ,
সেই দীর্ঘশ্বাস ছড়িয়ে যাক আমার প্রেমিকার উঠোনে, অন্তত একটা দ্বিপ্রহর তার মন খারাপ থাকুক৷

আমার শোকসভায় সমাপনী বক্তব্য পেশ করতে দেওয়া হোক আমার সবচাইতে কাছের শত্রুটিকে,
অকপটে সে বলে ফেলুক আমি কতটা উন্মাদ ছিলাম।

আমার শোকসভায় কান্নার আওয়াজ তুলুক আমার এলাকার বৃদ্ধ কুকুর টা,
ওর কান্নায় অন্তত কোনো ভান থাকবেনা।

আমার শোকসভা কোনো ডাস্টবিনের পাশে হোক,
ছড়িয়ে যাক দুর্গন্ধ, সভ্য মানুষেরা অজুহাত দেখিয়ে চলে যাক সভা শেষ হওয়ার আগেই।

আমার শোকসভায় বৃষ্টি হোক;
বৃষ্টিতে কাকভেজা হয়ে সভা পন্ড হয়ে গেলেও এককোণায় বসে থাকুক একটা শহুরে কাক;
যদি এক টুকরো মাংস অন্তত জোটে।

লেখক : স্বপ্নীল চক্রবর্ত্তী

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে