মৃণাল বসুচৌধুরীর একগুচ্ছ কবিতা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২০; সময়: ৮:২৯ অপরাহ্ণ |
মৃণাল বসুচৌধুরীর একগুচ্ছ কবিতা

 

স্বপ্ন সহবাস

যতদূর যেতে পারো যাও
কোনদিন
পিছু ডাকবো না
রাজার পোষাকে আমি
জন্মভিখারীকে আজ
পুড়িয়ে এসেছি
জ্যোৎস্নায় ছাই ওড়ে
স্মৃতি পোড়ে
চন্দন চিতায় আজ
পুড়ে যায় স্বপ্ন সহবাস

 

অনাবাসী চাঁদের ঠিকানা

যতবার বাড়িয়েছো হাত
শূন্যতায় থেমেছে সময়
যতবার আত্মগত খেলা
ততবার নক্ষত্র প্রণয়
অভিমানী আত্মীয়তা নয়
নয় কোন শীর্ষমুখী সুখ
অনিবার্য সোনালি মন্থনে
জ্যোাৎস্ন্াও থেকেছে উন্মুখ
বিষধর সাপের ছোবলে
অহরহ কালো মেঘ ওড়ে
মধুমাসে আলোয় ছায়ায়
জরাজীর্ণ আয়ুরেখা পোড়ে
উদাসীন নদীর ওপারে
অনাবাসী চাঁদের ঠিকানা

দায়মুক্ত উদাসী জঠরে
জন্মলোভী পাখিদের ডানা

 

ঝাউদরিয়ায়

বিদায়কালীন মেঘ জমেছে বুকে
তুমি এখন প্রচণ্ড কৌতুকে
ঝাউদরিয়ায় ছুটছো আপন মনে
বালির বাঁধে আটকে গেল পা
উড়াল পাখির নাগাল পেলে না
চোখ রেখেছো দূরের সিংহাসনে

দূরের সবাই দাঁড়িয়ে থাকে দূরে
কাছের যারা তারাও ভিন্ন সুরে
গাইতে থাকে বিষণ্নতার গান
বিষাদপুরের নৌকা ডাকে আয়
দাঁড়িয়ে আছি অলীক ইশারায়
অন্ধকারে উড়ছে অপমান

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে