ভালবাসা মন্ত্রক চাই
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
প্রেম পরাজিত আজ,ভালবাসা ভেসে গেছে ভাসানের জলে
মলিন হয়ে আসে মানবিক গুণের বহর
যুথবদ্ধ মানুষ শামুকখোলসে গুটায় নিজেকে
ক্রমশ ঠাঁই নেয় আত্মছাতার তলে।
মাকড়সাজালের মত মৃত্যু চারিদিকে
ভালবাসা খুন হয়, স্নেহ তার হারায় স্বভাব
পিতা খুন হয় আত্মজার হাতে
শহোদরা তার হারায় সম্ভ্রম
প্রিয়তমা তার প্রেয়সী হনন ক’রে করে উল্লাস
প্রেমিকার সুগন্ধি রুমাল রক্তাক্ত হয় প্রেমিকের হাতে।
প্রেম ফিকে হয়ে আসে
ভালবাসা জেলো হয়ে যায়
ওত পেতে থাকে মৃত্যু সম্পর্কের গহীন ভিতর।
তবুও তো ভালবাসা চাই
ভালবাসা মানুষের শেষ আশ্রয়
সন্দেহ থেকে ভালবাসা সুরক্ষা পাক
জিঘাংসা থেকে ভালবাসা সুরক্ষা পাক
খাদ্য অথবা সমাজ সুরক্ষার মত
জারি হোক ভালবাসা সুরক্ষা বিধান
প্রয়োজনে ভালবাসা মন্ত্রক চাই
প্রেম পরাভূত হলে থাকেনা কিছুই
ভালবাসা জীবনের হোক শেষ ঠাই
প্রেম হোক মানুষের শেষ আশ্রয়।
কবি : আলমগীর মালেক