পুলিশ পরিচয়ে বিয়ের পরে পারিবারিক কলহে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ১০:৪৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
পুলিশ পরিচয়ে বিয়ের পরে পারিবারিক কলহে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : ভালোবেসে ধর্মান্তরিত হয়েছিলেন। ছিলেন খাগড়াছড়ি জেলার ছাত্রলীগকর্মী। প্রেমের কারণে ছেড়েছেন পরিবার-পরিজন। বিয়ে করেন পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী মামুন মিল্লাত। কিন্তু বিয়ের পর জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। শুরু হয় পারিবারিক কলহ। শনিবার উদ্ধার হয় সেই নারীর মরদেহ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।

নিবেদিতা রোয়াজা, ত্রিপুরা জনগোষ্ঠীর। সনাতন ধর্মাবলম্বী নিবেদিতা প্রেমের কারণে ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে হন নুসরাত জাহান। বিয়ে করেন বাঙালি ছেলে মামুন মিল্লাতকে।

নিজেকে বিসিএস ক্যাডার ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ে করেন মামুন। কিন্তু, অল্পদিনে তার মিথ্যা ফাঁস হয়ে যায়। শুরু হয় কলহ। শনিবার নিজ বাসায় নুসরাত জাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবারের সদস্যরা জানান, মামুনের শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয় নুসরাত।

রবিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে নুসরাতের ময়নাতদন্ত হয়। শিগগিরই পুলিশের কাছে পাঠানো হবে প্রতিবেদন। পলাতক মামুন পুলিশের কেউ নন। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে