রাজশাহীতে প্রথমার সপ্তাহব্যাপী বইমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রথমা প্রকাশনের সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল চত্বরে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
মেলার উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল মতিন। মেলায় ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে প্রথমার বই বিক্রি হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার কারণে গত দেড় বছরে রাজশাহীতে বইমেলা হয়নি। এবার প্রথমা প্রকাশন সেই উদ্যোগ নিয়ে বইমেলা শুরু করেছে। তথ্যপ্রযুক্তির ছোঁয়াতে এখনকার প্রজন্ম বইবিমুখ হচ্ছে। কিন্তু প্রথম দিনেই মেলায় আসা দর্শনার্থীদের উপস্থিতি সেই ধারণা পাল্টে দিয়েছে।
বক্তারা আরও বলেন, প্রথমা প্রকাশনের এই উদ্যোগ নতুন নতুন পাঠক তৈরি করবে। অতিথিরা সারা দেশের উপজেলা পর্যায়ে একটি করে মডেল গ্রন্থাগার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনের পর পাঠক ও সাহিত্যানুরাগীদের পদচারণে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বই কিনতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, এবার কিছুটা ছোট পরিসরে মেলা হচ্ছে। সামনে আরও বড় পরিসরে করার দাবি তাঁদের।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম। প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সাবেক সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাইয়েদুর রহমান।
ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানভিরুল হক, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিতাই কুমার, কবি মোস্তাক আহমেদ, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।