রামেকে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০; সময়: ১১:১০ অপরাহ্ণ |
রামেকে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনেই ৭৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫১ জনই রাজশাহী মহানগরীর বাসিন্দা। বাকি ২৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান।

তিনি জানান, সোমবার তাদের ল্যাবে ১৮৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে ৭৭ নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর ৫১ জন। তারা সবাই নগরীতে বসবাস করে। এর মধ্যে রামেকের দুইজন এবং র‌্যাব-৫ সদস্য তিনজন। আর চাঁপাইনবাবগঞ্জের ২৬ জনের মধ্যে ১৪ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া এ জেলার নাচোল উপজেলার ৬ জন, ভোলাহাটের ৪ জন এবং গোমস্তাপুর উপজেলার ২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহীতে নতুন ৫১ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৩৩ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৩৫৭ জনই নগরীর বাসিন্দা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে