নিয়ামতপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ১:৩৭ অপরাহ্ণ |
নিয়ামতপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় সমাবেশের পূর্বে থানার মেইন ফটক থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফিল্ড মার্কেটের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে ফিল্ড মার্কেটের সামনেই সমাবেশ করে।

থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি (তদন্ত) হুমায়ন কবির, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুর হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রেজিয়া পারভীন।

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক মাহাদী হাসান পায়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য শাহজামাল, উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন, সরোয়ার হোসেন, শাহাদাত হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, হাবিবুর রহমান, রুহুল আমীন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, নিশান।

সমাবেশে বক্তারা নারী ধর্ষণ ও নিয়াতনের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি প্রত্যেক অভিভাবকদের নিজ নিজ সন্তানদের খোজ খবর রাখারও অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে