বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ১:১৮ অপরাহ্ণ |
বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দুটি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন। সন্ত্রাস ও উগ্রবাদ দমন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়া এবং নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

  • 58
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে