নজিপুর ইজি বাইক কল্যাণ সমিতির আলতাদিঘীতে বার্ষিক বনভোজন

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০; সময়: ৭:৫৪ অপরাহ্ণ |
নজিপুর ইজি বাইক কল্যাণ সমিতির আলতাদিঘীতে বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক, নজিপুর : নওগাঁর নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোড ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যান সমিতি বি- ২০৪৪ এর বার্ষিক বনভোজন আলতা দিঘী জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইজিবাইক সমিতির সভাপতি ও নজিপুর পৌর আওয়ামিলীগ সভাপতি এবং বাসস্ট্যান্ড বনিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু ও বাইক সমিতির সাধারন সম্পাদক এনামুল হক এর সার্বিক পরিচালনায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ১০০ সদস্যর একটি দল সকলেই একই রংয়ের ট্রাকসুট জ্যাকেট পরিধান করে ইজিবাইক যোগে ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান আলাতা দিঘীর উদ্দেশ্যে রওয়ানা দেন, বাইক কমিটির সদস্যদের পদচারনায় এক মিলন মেলায় মুখর হয়ে উঠেছিল আলতা দিঘী র উদ্যানটি, দুপুরে প্রীতি ভোজ ও দিনভর ঘুরা ঘুরি আনন্দ উল্লাসে মেতে ছি ল তারা ।

নজিপুর কাঁচা বাজারের মুদি ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান বনভোজনে এসে তার খুব ভাল লাগছে প্রতিদিনের কর্মব্যস্তার করনে সকল ব্যবসায়ীদের সাথে সেরকম দেখা সাক্ষাত হয় না তাই আজকে সবাই সবার সাথে এক জায়গায় মিলিত হতে পেরে খুব ভাল লাগছে। অনেক ঘুরাঘুরি করলাম মজা করলাম, খাবারও ভাল হয়েছে।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুন), উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রমূখ।

সমিতির সভাপতি শহিদুল আলম বেন্টু বলেন, প্রতিবছরই আমরা এ আয়োজন করি করোনার কারনে এবার দুরে না গিয়ে আমাদের পাশের উপজেলা আলতা দিঘী জাতীয় উদ্যানে স্বাস্থ্য বিধি মেনেই এ মিলন মেলা সম্পন্ন করা হলো, সকলে এক সাথে পেয়ে আমি খুব আনন্দ অনুভব করছি।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে