শিবগঞ্জে ৯ লাখ ৪০ হাজার টাকার ৪৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১; সময়: ১০:১৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে ৯ লাখ ৪০ হাজার টাকার ৪৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা মার্কেটে ৫৯ বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দলের অভিযানে ৯লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
১৩ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শিবগঞ্জ পৌরসভা মার্কেটের বিভিন্ন দোকানে টাস্কফোর্সের অভিযানটি পরিচালনা করা হয়। জানাগেছে, ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে ২৭ জন বিজিবি সদস্য, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি এবং ৪ জন আনসার সদস্যর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান টি চালায়।
অভিযানে মোবাইলের দোকান থেকে বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই ৪৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো বিজিবি’র জিম্মায় হস্তান্তর করা হয়। টাস্কফোর্সে উদ্ধার মোবাইল ফোন সেটগুলো মাদকদ্রব্যের সাথে ধ্বংস করা হবে। এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি মোবাইল ফোনসেট উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীর হোসেন।
  • 353
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে