পত্নীতলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
পত্নীতলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা থানা পুলিশের উদ‍্যোগে বুধবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক গৌতম দে, নজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী’সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব হতে আগত প্রতিনিধিগণ প্রমূখ ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার বলেন করোনা ভাইরাসের কারনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই পালিত হবে দূর্গোৎসব। প্রতিটি পূজা মন্ডপে ঢোকার আগে মন্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টদের জানানো হয়। এছাড়াও বিজয়া দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন শেষ করতে হবে।

ওসি মোঃ শামসুল আলম শাহ্ মাদক’কে বেশিরভাগ অপরাধের উৎস উল্লেখ করে বিভিন্ন উৎসব পার্বণগুলোতেও মাদকের প্রতি প্রশাসনের জিরো টলারেন্সের বিষয়টি জানান। এজন‍্য পুলিশের পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন থাকবার তাগিদ দেন তিনি।

জানা যায় এবার উপজেলায় মোট ৮১টি মন্ডপে এই শারদীয় দূর্গা পুজো অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে ২০ জন করে স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করবে। এরমধ্যে নজিপুর পৌর এলাকায় ১৫টি, পত্নীতলা ইউনিয়নে ০৯, দিবরে ০৪, আকবরপুরে ০৪, মাটিন্দরে ০৬, কৃষ্ণপুরে ০৫, পাটিচরায় ০৮, নজিপুর সদর ইউনিয়নে ১৩, ঘোষনগরে ০৬ এবং আমাইর ইউনিয়নে ১১, সবমিলিয়ে এই মোট ৮১ টি পুজো মন্ডপ স্থাপনের কাজ চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে