রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যানের সাথে সিটি ইউনিটের নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যানের সাথে সিটি ইউনিটের নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব নূর-উর রহমানের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী সিটি ইউনিট কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর রহমান বলেন, যেকোন দুর্যোগে সব সময় মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। করোনাকালীন সময়ে সারাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রশংসার দাবি রাখে। রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যক্রম অত্যন্ত গতিশীল। করোনাকালীন সময়ে উল্লেখ্যযোগ্য ভুমিক পালন করেছে তারা।

তিনি আরো বলেন, আগামীতে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট দেশের মধ্যে অন্যতম একটি সেরা ইউনিটে পরিণত হবে বলে আশা করি। এজন্য সদস্যদের প্রশিক্ষণ, শক্তিশালী ব্লাড ব্যাংক তৈরিতে সহায়তা প্রদান করা হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, করোনাকালীন সময়ে রাজশাহী সিটি ইউনিট যেভাবে কাযক্রম চালিয়েছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর্তমানবতার সেবায় আগামীতেও এভাবে কাজ করে যাবে রেড ক্রিসেন্ট। সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগতিায় আগামীতে একটি আধুনিক ও উন্নত ইউনিটি হবে রাজশাহী সিটি ইউনিট।

সভা পরিচালনা করেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, গোপালগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, বগুড়া ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা একেএম সুরুজ্জামান, রাজশাহী সিটি ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর ফরিদা সুলতানা, প্রফেসর মোঃ তানবিরুল আলম সহ যুব সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে