সুজানগরে বুস্টার ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
সুজানগরে বুস্টার ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঝুঁকি কমাতে দেশের অন্যান্য স্থানের ন্যায় সুজানগরেও করোনা টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা টিকার বুস্টার ডোজ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মো.শাকিল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ও পৌর মেয়র রেজাউল করিম রেজা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদুজ্জামান মানিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মো.শাকিল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যারা ইতিমধ্যে দুই ডোজ করোনার টিকা নিয়েছেন এবং দুইডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয়মাস পার হয়েছে এমন ঘাটোর্ধ্ব বয়স্ক এবং সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে