পোরশার চুরি যাওয়া গরু মান্দায় উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত: জুন ১১, ২০২২; সময়: ৫:০২ অপরাহ্ণ |
পোরশার চুরি যাওয়া গরু মান্দায় উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর পোরশা উপজেলা থেকে চুরি যাওয়া চারটি গরুসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চৌবাড়িয়া হাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের শাকিল হোসেন (২২) ও রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের সোহেল রানা (২৬)।

পোরশা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে পোরশা উপজেলার মধুপুর নতুনপাড়া এলাকার মহাদেব তিরকীর ছেলে সুরেন তিরকীর চারটি গরু চুরি যায়। গোয়ালঘরে সিঁদ কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরদল।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, পোরশা থানার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে চৌবাড়িয়া হাটে অভিযান চালিয়ে চারটি চোরই গরু উদ্ধারসহ শাকিল ও সোহেল রানাকে আটক করা হয়। পরে তাঁদের পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, গরু চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ মামলায় গরুচোর শাকিল ও সোহেল রানাকে আদলতের মাধ্যমে আজ শনিবার নওগাঁ কারাগারে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে