চাঁপাইনবাবগঞ্জের স্টেশন পরিদর্শন করলেন ভারতীয় সহকারি হাই কমিশনার

প্রকাশিত: মে ৩, ২০২৩; সময়: ৭:০৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের স্টেশন পরিদর্শন করলেন ভারতীয় সহকারি হাই কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন ও বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বিজিবি ও বিএসএফ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার দুপুরে ভারতের সহকারী হাই কমিশনার রহনপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউর রহমান।

রহনপুর রেলওয়ে এলসি স্টেশনে বন্দর সুবিধা চালু ও ভারতের শিবরামপুরে প্রস্তাবিত স্থলবন্দর স্থাপনে সম্ভব্যতা যাচাইয়ের জন্য তার এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আযম, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে