নাটোরে পরিত্যক্ত ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩; সময়: ৪:৫৯ pm |
নাটোরে পরিত্যক্ত ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরের কান্দিভিটা চৌধুরী আমবাগানের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত (২০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এই মরদেহ উদ্ধার করে তারা।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আজ ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের কান্দিভিটা চৌধুরীর আম বাগানের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মরদেহের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই মৃত্যুর রহস্য উন্মোচন এবং ওই নারীর পরিচয় পাওয়া যাবে বলে জানান তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে