সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ২:০৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডু সেখের ছেলে আল আমিন সেখ (৩২) ও একই গ্রামের ফরহাদ খানের ছেলে আল আমিন খান (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম জানান, জমিজমা নিয়ে ওই দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলেছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে দু’জনের ওপর প্রতিপ্রক্ষের লোকেরা হামলা করে।

ওই সময় তারা ধারালো অস্ত্র দিয়ে দু’জনকেই কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিন খান মারা যায়। গুরুতর আহত অবস্থায় আল আমিন সেখকে ঢাকায় নেওয়া হলে শুক্রবার ভোরে তারও মৃত্যু হয়।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিহতদের মধ্যে একজনের মৃতদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ ঢাকা থেকে আনা হচ্ছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে