রাজশাহী বিভাগে ধারণ ক্ষমতার তিনগুণ বন্দি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে ধারণ ক্ষমতার তিনগুণ বন্দি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের কারাগারগুলোতে বন্দি চাপ বেড়েছে। এ বিভাগের আট জেলাযর কারাগারগুলোতে ধারণক্ষমতার তিনগুন বন্দি রয়েছে। আর আট জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে ধারণক্ষমতার চারগুন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিভাগের আট জেলায় বন্দি ধারণক্ষমতা চার হাজার ১৪৪ জন। কিন্তু বন্দির সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বেড়েছে নারী বন্দির সংখ্যাও। বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে বেশ বেগ পেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা সবচেয়ে বেশি; এক হাজার ৪৬০ জন। এ কারাগারে বর্তমান বন্দির সংখ্যা সাড়ে তিন হাজার। কিছু দিন আগে এই কারাগারে বন্দির সংখ্যা ছিল তিন হাজারের নিচে। এছাড়াও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৪১ জনের বিপরীতে বন্দি নারীর সংখ্যা ১৮৫, যা ধারণক্ষমতার প্রায় সাড়ে চারগুণ।

নাটোর জেলা কারাগারে ২০০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে এক হাজার ৮০ জন। নওগাঁ জেলা কারাগারের ধারণক্ষমতা ৫৫০ জন। কিন্তু এখানে বন্দি রয়েছে এক হাজার ৬০০ জনের বেশি। জয়পুরহাট জেলা কারাগারে ১২৭ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি সংখ্যা ৭১৯ জন।

অপরদিকে, বগুড়া জেলা কারাগারের ধারণক্ষমতা ৭৮৫ জন হলেও বন্দির সংখ্যা দুই হাজার ২৬৭ জন। পাবনা কারাগারের ধারণক্ষমতা ৫৭১ জন; বন্দির সংখ্যা এক হাজার ৪০৯ জন। সিরাজগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ৬০০ জন হলেও বন্দি আছেন দেড় হাজারের বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ৫৮৬ জনের ধারণক্ষমতা। কিন্তু বন্দির সংখ্যা এক হাজারের বেশি।

কারাগারের কর্মকর্তারা জানান, আবাসন সমস্যা প্রকট। ফলে বন্দিদের রাখতে হচ্ছে ঠাসাঠাসি ও গাদাগাদি করে। বন্দিদের আবাসন, খাওয়া-দাওয়ার পরিবেশ দেওয়া যাচ্ছে না। গোসলের ব্যবস্থা ও শৌচাগারের সংখ্যা পর্যাপ্ত নয়।

পদাধিকার বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অন্যতম পরিদর্শক সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। তিনি বলেন, ‘আমি গত কয়েক দিনের মধ্যে কারাগার পরিদর্শনে যাইনি। এ জন্য সর্বশেষ পরিস্থিতি আমার জানা নেই। তবে আমাদের চারজন চিকিৎসক সেখানে আছেন। তারা কাজ করছেন।’

রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন বলেন, ‘আগে থেকেই কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি। সাম্প্রতি বন্দির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এটি আমরা অস্বাভাবিক মনে করছি না’।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, কয়েদিদের বিরুদ্ধে কোনো রকম নিপীড়নমূলক ব্যবস্থা বা তাদের কষ্টে রাখা যাবে না। এটা মানবিক বিষয়। জনসংখ্যা বেড়েছে আমাদের, সে তুলনায় কিন্তু কারাগার বাড়েনি। অপরাধ করলে যেমন আটক রাখা রাষ্ট্রের কাজ, তেমনি বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রেরই দায়িত্ব।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে