নওগাঁয় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নি’হত
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ডাম ট্রাকের চাপায় হাসান আহমদ (২১) নামে মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ নওগাঁ শহরের কোমাইগাড়ি এলাকার লুতফর রহমানের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার নওগাঁ- রাজশাহী মহাসড়কের কোমাইগাড়ী বাইপাস এলাকায় ডাম ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলে থাকা হাসান আহমদ ছিটকে রাস্তায় পড়ে টাকের চাকায় চাপা পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।