জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আ’গুন
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩; সময়: ১১:৩৬ am |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ট্রাক চালক জানায়, পঞ্চগড় থেকে পাথর বোঝাই ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেল লাইনের গেইট পড়লে ট্রাকের গতি কমায় ট্রাক চালক।
এসময় ১২/১৩ জন লোক এসে ট্রাকে ইট পাটকেল মেরে আগুন লেগে দেয়। ট্রাকের চালক ও অন্য গাড়ীর লোকজন এসে পাশে খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল খেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ জানায়, মোবাইল ফোনের সূত্র ধরে দুষ্কৃতকারীদের সনাক্ত করা হবে।