ভারতে ১১ বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪; সময়: ১১:২৯ পূর্বাহ্ণ |
ভারতে ১১ বাংলাদেশির কারাদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে দুই নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে তাদেরকে আদালতে হাজির করলে ১৪ দিনের কারাদণ্ড দেন বিচারক।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শুক্রবার তিন বাংলাদেশিসহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বনগাঁর আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। তারপর শনিবার আবার বাগদার বিভিন্ন এলাকা থেকে আরও ১১জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আখতার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহাম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন ও নীরব বিশ্বাস।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে ১৪ দিনের জেল দিয়েছেন বিচারক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে