নাটোরে অপহরণ ও ধ’র্ষ’ণ মামলায় ২ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে একটি ধর্ষণ মামলায় আবু বককার ও রান্টু নামে দুইজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত । বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালে মে মাসে নাটোর সদর উপজেলার হালসা গ্রামের রাজমিস্ত্রির কাজ করতো আবু বক্কর এবং রান্টুু।
এসময় এসএসসি পরীক্ষার্থী ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তোলে তারা দুইজন। এরপর তারা দুইজন প্রায়ই ওই ভিকটিমের বাড়িতে যাতায়াত করতো ।
এরই এক পর্যার্যায়ে ভিকটিমের মায়ের অনুপস্থিতিতে দুইজন ওই ভিকটিমকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
পরে বাড়িতে ভিকটিমকে না পেয়ে তার মা এবং আত্মীয় সজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন ভিকটিমের মামা।
ওই বছরের জুন মাসের ৮ তারিখে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এরপরে ভিকটিমের কাছে সব ঘটনা শুনে ৯ জুন আবু বক্কর ও রান্টুকে আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের মামা। প্রায় ১৯ বছর শুনানির পর বৃহস্পতিবার আদালত উপরোক্ত এই রায় প্রদান করেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিল। জরিমানার অর্থ ভিকটিমকে প্রদান করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।