চাঁপাইনবাবগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণী সভা মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প সহকারী মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি শ্রী তপন কুমার সেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহেম্মদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, গণপূর্ত বিভাগের উপ-সহকারি প্রকৌশলী সত্যজিৎ রায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের রাজশাহী অফিসের সহকারি প্রকল্প পরিচালক দেবব্রত বর্মণ।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী তপন কুমার সেন প্রশিক্ষপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকদের উদ্দেশ্যে বলেন, বুনিয়াদী প্রশিক্ষণের লব্ধ জ্ঞান তাদের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে একেক জনকে নৈতিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

যাতে এসব শিক্ষার্থী বড় হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আলোচনা সভা শেষে প্রশিক্ষপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদে মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। আর ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বাধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে