জয়পুরহাটে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪; সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে ডেমক্রেসিওয়াচের উদ্যোগে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় বেসরকারী সংস্থা “এসো” এর মিটিং রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ডেমক্রেসিওয়াচ, আস্থা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম শাহীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় বেসরকারী সংস্থা “এসো”র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, সদর উপজেলা যুব উন্নযন কর্মকর্তা আশিকুর রহমান, ক্লাস্টার কো-অরডিনেটর এস এ এম মইন, জেলা সমন্বযকারী নাসিমা বেগম, ফাইনান্স এন্ড এডমিন অফিসার মোস্তফা কামালসহ জয়পুরহাট জেলার ৫ টি উপজেলা হতে নাগরিক ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় বিগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নতুন পরিকল্পনা গ্রহণ করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে