নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪; সময়: ১১:৪১ পূর্বাহ্ণ |
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ‘আসুন আমরা শব্দ দুষণ হ্রাসে সচেষ্ট হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। সকালে জেলা সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী শহরের নানা দিক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম ।

এসময় বক্তরা বলেন- শব্দ দূষণ রোধে সকল পর্যায়ের মানুষদের আগে সচেতন হতে হবে। ৬০ ডিসিবল এর বেশি শব্দ দূষণের আওতায় পরে। বিশেষ করে এই মাত্রার শব্দ শিশুদের মস্তিস্কে ব্যাপক প্রভাব ফেলে।

স্কুল, কলেজ, হাসপাতাল এলাকাগুলোতে শব্দ দূষণ রোধে আরোও ভুমিকা রাখতে হবে। এছাড়াও সামাজিকভাবে এটি রোধে সচেতন করতে হবে। লিফলেট বিতরণ ও এবং মানবিক দিক বিবেচনা করে প্রতিটি ব্যবহারকারীর উচিৎ এটিকে মেনে চলা ।

র‌্যালী ও আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দসহ সাংবাদিক, পেশাজীবী, চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে