আ.লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড, পৌর মেয়র আক্কাছ রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাছ আলীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. হাদিউজ্জামান শুনানি শেষে আক্কাছের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউশানের পুলিশ পরিদর্শক আমান উল্লাহ জানান, গত শুক্রবার ঢাকায় গ্রেফতারের পর শনিবার আক্কাছ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পরিদর্শক (তদন্ত) শোয়েব খান আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। সোমবার আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ জুন পৌর মেয়রের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ আহত হন অর্ধশতাধিক। ২৬ জুন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবুল মারা যান। সংঘর্ষের পরই মেয়র আক্কাছসহ তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।
এদিকে ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা মামলার নামীয় ৩২ আসামির মধ্যে প্রধান দুই আসামি বাঘা পৌর মেয়র আক্কাছ আলী ও তার ভাগ্নে বাঘার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ ১৪ জন আসামি গ্রেফতার হলো। পুলিশ বলছে বাকি আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।