রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪; সময়: ২:২৭ অপরাহ্ণ |
রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক : তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। এরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান।

এদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।

এদিকে জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।

এ দুই শিক্ষার্থী হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে