হানিফসহ কুষ্টিয়া জেলা আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুই হত্যা মামলা

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
হানিফসহ কুষ্টিয়া জেলা আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুই হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এমপি মাহবুব উল আলম হানিফসহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে একটি মামলার বাদী হয়েছেন ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার শিশু আবদুল্লাহ’র (১৩) বাবা কুষ্টিয়া শহরের চর থানাপাড়ার বাসিন্দা লোকমান হোসেন।

এছাড়া একই ঘটনায় নিহত সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে স্বর্ণকার

বাবুর (৪২) পক্ষে অপর মামলাটি দায়ের করেছেন শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা রাইসুল ইসলাম।

প্রথম মামলাটিতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তার চাচাতো ভাই শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এই মামলায় আরো ১০-২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অপর মামলাটিতে শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম ও অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, সাধারণ সম্পাদক মানব চাকি, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ ৩৫ জন নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি হয়েছেন আরো ৪০-৪৫ জন।

গত ৫ আগস্ট কুষ্টিয়া শহরে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষে এক শিশু আব্দুল্লাহ ও স্বর্ণকার বাবুসহ ৮ জন নিহত হন। এছাড়াও ঐদিন রাতে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে নিহত হন বিএনপি কর্মী সবুজ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে