সিরাজগঞ্জের এনায়েতপুরে এমপি মমিনসহ ৮৭ জন নামীয় ও অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশ জুড়ে চাঞ্চল্যকর সংঘর্ষে গুলিতে দরিদ্র তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী নিহতের ঘটনায় স্থানীয় এমপি ও মন্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মন্ডল ও তার ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তারা হলো গ্রুপের পরিচালক আব্দুল আলিম মন্ডল, চাচাতো ভাই গার্মেন্ট শিল্প এই গ্রুপের আরেক পরিচালক জোবায়ের মন্ডল।
এছাড়া এ মামলায় আওয়ামীলীগ নেতা দুই উপজেলা পরিষদ নির্বাচন, শাহজাদপুর, চৌহালী, বেলকুচির বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ ৭৮জন নামীয় ও অজ্ঞাত ৫শ থেকে ৭শ জনকে আসামী করা হয়েছে। বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের নিহত ইয়াহিয়া আলীর স্ত্রী ২ শিশু সন্তানের জননী শাহানা খাতুন। ইয়াহিয়া গ্রামের শাহা আলমের ছেলে।
মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলো বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগার আলী বিএসসি, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালপুর ইউ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, ধুকুরিয়া বেড়া ইউপি চেয়ারম্যান হেলাল প্রামানিক, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, খাস কাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, কৈজুরীর সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন।
মামলা উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর হাটের আলহেরা মার্কেটের দিকে আসে। তখন আসামীরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলি বর্ষন ও হামলা চালায়। এতে খুকনী ঝাউপাড়া গ্রামের তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী গুলিতে গুরুতর আহত হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া ঐদিন সংঘর্ষের ঘটনায় আরো ২ ছাত্র এবং ১৫ জন পুলিশ নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়।
মামলার বিষয়ে এনায়েতপুর থানার ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, মামলাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।