ফের পিছাল রাজশাহীর আলোচিত তহিদুল হত্যা মামলার রায়

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
ফের পিছাল রাজশাহীর আলোচিত তহিদুল হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক : তৃতীয়বারের মত পিছিয়েছে রাজশাহীর আলোচিত তহিদুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণার দিন। বুধবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. আশিকুজ্জামান রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন।

নিহত তহিদুল ইসলামের ভাই আনারুল ইসলাম বলেন, ২১ আগস্ট বুধবার রায় ঘোষণার দেন ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগেও দুইবার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। এতে আমারা হতাশ হয়েছি বলেও জানান তিনি।

২০১৪ সালের ৩০ এপ্রিল খুন হন নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের ট্রলি চালক তহিদুল ইসলাম। মাদক চোরাকারবারি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা মেহের আলী বাদি হয়ে কাশিয়াডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামীদের মধ্যে সাতজন জামিনে রয়েছেন এবং একজন পালাতক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে