সিরাজগঞ্জে হেনরী, মুন্না ও আনোয়ারসহ ৯০০ জনের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে সংঘর্ষে ৩ যুবদল নেতা-কর্মী নিহতের ঘটনায় সাবেক এমপি জান্নাত-আরা হেনরী, সাবেক এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাবেক পানি সম্পদ ও মন্ত্রী পরিষদ সচিব কবির-বিন-আনোয়ার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান সহ জেলা আওয়ামী লীগ-অঙ্গ সহযোগী সংগঠনের ৯০০ জনের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা তিনটি মামলা করেন নিহত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু শেখের স্ত্রী মাছিমপুর মহল্লার মৌসুমি খাতুন, গয়লা মহল্লার যুবদল কর্মী নিহত আব্দুল লতিফের বোন মোছা. সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ।
পৃথক তিনটি মামলায় ৪৬৩ জন অজ্ঞাত এবং ৪৫০ জন অজ্ঞাত আসামির তালিকায় রয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধি।
সদর থানার নবাগত ওসি হুমায়ুন কবির তিনটি মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গত ৪ আগস্ট সরকার পতনের বৈষম্য বিরোধী আন্দোলনের দিনে উল্লেখিত আসামীদের নির্দেশে ও সরাসরি অংশগ্রহনে আন্দোলন কারীদের উপর হামলা চালিয়ে ৩ যুবদল কর্মীকে হত্যা ও বহু আহত করার ঘটনায় মামলা গুলো দায়ের করা হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।