পুঠিয়ায় শেখ হাসিনা, কাদের, কামলসহ ৯১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : স্বামী হত্যার বিচার চেয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন চারঘাট উপজেলার মৃত মজির উদ্দিনের স্ত্রী মাছুফা নামের এক নারী।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কে হুকুমের আসামী করে ৯১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৬০ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
আরও উল্লেখ যোগ্য আসামীরা হলো সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া থানায় এ মামলাটি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে ২০১৫ সালের পহেলা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্ররক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণে বিএনপি’র সমর্থক মজির উদ্দিন নিহত হয়। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়। নিহত মজির উদ্দিন এর ছেলে মাসুদ রানা জানায়, ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।