নওগাঁর আত্রাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
নওগাঁর আত্রাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুসহ অন্তত ২০ জন কর্মি ও সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে তাৎক্ষনিক ভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাঙগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুইট, ইয়াকুব আলী মজনু ও আনছার আলীর নাম পাওয়া গেছে। তারা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানান, বিকেলে আত্রাই মোল্লা আজাদ কলেজ মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু স্থানীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় ও গণ সংযোগের আয়োজন করেন। অন্য দিকে আহসানগঞ্জ রেল ষ্টেশন এলাকায় নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম শেখ রেজু কর্মি সভা ডাকেন। এ নিয়ে দুপুরের পর থেকেই আত্রাইয়ে উত্তেজনা তৈরী হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু বলেন, বেলা সাড়ে ৪ টার দিকে তার কয়েক জন সমর্থক মোটর সাইকেলযোগে কলেজ মাঠে যাচ্ছিলো। এসময় রেজু শেখের লোকজন অতর্কিত হামলা চালায় ও ৩ টি মোটর সাইকেল ভাংচূর করে।

কিছু পর আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেটের নেতৃত্বে রেজু শেখের লোকজন আবারো রেল লাইনের পাথর ছুঁড়ে ও হামলা চালিয়ে সভাস্থলের মাইক ভাংচূর ও নেতা কর্মিদের মারপিট করে। দফায় দফায় হামলায় শান্তিপূর্ন কর্মসূচী করতে পারেননি জানান বুলু। হামলায় তিনিসহ তার ২০ জন নেতা কর্মি আহত দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট সাংবাদিকদের বলেন, হামলা ও সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি। আনোয়ার হোসেন বুলু ও তার ভাই আলমগীর কবির বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে একই স্থানে সভা ডাকেন। নেতা ও কর্মি সমর্থকের অভাবে তারা সভা করতে পারেনি বলে মন্তব্য করেন চকলেট।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে