মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে আইলা বেগম (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার পাতনা গ্রামে। নিহত গৃহবধু ওই গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে রাগের বশীভূত হয়ে লাঠি দিয়ে স্ত্রীর উপর আঘাত করে স্বামী নাছির উদ্দিন। একটি আঘাতেই তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।