তানোরে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইটের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা কৃষকলীগ সভাপতি রাম কমল শাহা।
তানোর পৌর আ’ লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজন, আ’ লীগ নেতা জিল্লুর রহমান, আ’ লীগ নেতা মনসেফ আলী প্রমুখ। এসময় তানোর উপজেলা প্রতিটি ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় সেচ্ছা সেবক লীগ নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেচ্ছাসেবক লীগ নেতা কর্মিরা সক্রিয় ভূমিকা নির্বাচনী মাঠে বোট যুদ্ধে লড়াই করে বর্তমান সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারো এমপি নির্বাচিত করবেন।