নাটোরে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ১:৪২ অপরাহ্ণ |
খবর > রাজনীতি / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে ঢিলেঢালাভাবে। বুধবার তৃতীয় দফার প্রথমদিন বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করলেও যাত্রি না থাকায় দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ছাত্র ও যুবলীগ কর্মীরা মোটর সাইকেল নিয়ে অবরোধ বিরোধী শোডাউন করেছে। বিজিবি, র্যাব ও পুলিশের টহলসহ জেলার গুরুত্বপুর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে বিএনপি কর্মীরা গ্রেপ্তার এড়াতে মুখে মুখোশ পড়ে শহরের হরিশপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে।
মুখে মুখোশ পড়া নেতা কর্মীরা মশাল হাতে অবরোধের সমর্থনে শহরের হরিশপুর বাইপাস থেকে মিছিল শুরু করে। ঝটিকা মিছিলটি হরিশপুর নবীনগর টেক্সটাইল ইন্সটিটিউটের দিকে গিয়ে শেষ হয়।