তফসিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি: মুজিবুল হক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ৮:১০ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তফসিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি।
মুজিবুল হক বলেন, আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। তবে তফসিল ঘোষণা হলেও এখনো সময় আছে।
মুজিবুল হক বলেন, সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা চাইলে সমঝোতার জন্য তফসিল পেছাতে পারে।
নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের পটভূমিতে সমঝোতার কথা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আলোচনা-সমঝোতার বিষয়ে এখনো আশা ছাড়িনি।
আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।