বিদায়, হে প্রিয় সহকর্মী
তারেক রহমান : রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টুয়েন্টিফোর এর নিজস্ব প্রতিবেদক ফাতিন ইশরাক নিয়নকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে পদ্মাটাইমস পরিবার।
শনিবার (৩ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিকভাবে অনলাইন পোর্টালটির দায়িত্ব ছাড়েন তিনি। এসময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। প্রিয় সহকর্মীকে অশ্রুসজল নয়নে বিদায় দেন পদ্মাটাইমস পরিবার।
বিদায়ী সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পোর্টালটির প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু নিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, পদ্মাটাইমস দিয়ে কর্মজীবন শুরু করে এখন অনেকেই দেশের প্রথমসারির গনমাধ্যমে কাজ করছে, ঠিক তেমনিভাবে নিয়ন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সকলেই তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
এসময় দীর্ঘ ৭ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ফাতিন ইশরাক নিয়নকে সম্মাননা স্মারক তুলে দেন পোর্টালটির সম্পাদক বদরুল হাসান লিটন। তিনি বলেন, আগ্রহ থাকলে ভালো কিছু করা যায়, নিয়ন তার উদাহরণ । আমি তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। সে আরও ভালো জায়গায় যাক এটাই চাওয়া।
অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে ফাতিন ইশরাক নিয়ন বলেন, পদ্মাটাইমস পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে কাজ শেখার ও দায়িত্ব পালনের সুযোগ দিয়েছিল। সে অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে। আমি খাতা কলমে বিদায় নিলেও সারাজীবন পদ্মাটাইমস এর পাশেই থাকবো।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদ্মাটাইমস নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম কনক, হাসিবুল রহমান শাওন, প্রধান প্রতিবেদক মুরাদুল ইসলাম সনেট, জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক মিষ্টি খাতুন, সরফরাজ নওয়াজ রুম্মন, প্রধান চিত্রগ্রাহক হাসান আল মামুন, নিজস্ব চিত্রগ্রাহক সাজ্জাদ মৃধা,ওয়েব ডেভেলপার শেখ সুমনসহ শুভাকাঙ্খীবৃন্দ ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনার পাশাপাশি নিবন্ধিত অনলাইন পদ্মাটাইমস টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাকাল থেকে নিজস্ব প্রতিবেদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তিনি। তার পরবর্তী কর্মস্থল বাংলা ইনসাইডার।