বাগমারায় আন্দোলনে শহীদ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪; সময়: ৮:১৮ অপরাহ্ণ |
বাগমারায় আন্দোলনে শহীদ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগমারার গণিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপত্বি করেন গণিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রাজু। বিশেষ অতিথি ছিলেন, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মুর্তজা বকুল, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, বেগম খালেদা জিয়ার মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক হাবিবুন নবী দেওয়ান শাকিল প্রমুখ।

সাবির্ক সহযোগিতায় ছিলেন তারেক জিয়া সাইবার ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাসিবুল মৃধা সাজ্জাদ ও অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বাগমারা কলেজের সহকারী অধ্যাপক আইয়ুব আলী।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে