আজ না হোক কাল, আ. লীগ অথবা বিএনপিই ক্ষমতায় আসবে: জয়
পদ্মাটাইমস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আজ না হোক কাল, আওয়ামী লীগ বা বিএনপিই বাংলাদেশের ক্ষমতায় আসবে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়। তিনি এখন আমেরিকা অবস্থান করছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, তিনি এখন ভারতে রয়েছেন। আবারও বাংলাদেশে ক্ষমতায় আসার আশা করছেন এই নেতা। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন মন্তব্যে এমন আভাসই পাওয়া যায়।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের কাছে জানতে চায় রয়টার্স। এ সময় তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না। যাদের সরানো যাবে না। আজ হোক বা কাল, আওয়ামী লীগ কিংবা বিএনপিই ক্ষমতায় আসবে। আমাদের সহযোগিতা ছাড়া, আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আনতে পারবে না।’
এর আগে সম্প্রতি বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে ভারতকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে জয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন।
জয় বলেন, ‘আমি আশা করি, ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচার ও দল পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি এসব সম্ভব হয়, আমি এখনো নিশ্চিত আমরা নির্বাচনে জয়ী হব। আওয়ামী লীগ এখনো সবচেয়ে জনপ্রিয় দল।’
বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে উল্লেখ বরে জয় বলেন, ‘সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম। কিন্তু আমাদের সরকার তা শোনেনি এবং বিচার ব্যবস্থার ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছে।’