এখন পর্যন্ত কত মামলা শেখ হাসিনার বিরুদ্ধে
পদ্মাটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সারাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে। নতুন করে আরও চারটি মামলায় আসামী করা হয়েছে সাবেক সরকার প্রধানকে। এর মধ্যে দুটি হত্যা মামলা। সোমবার ও রোববার এসব মামলা দায়ের করা হয়।
এর বাইরে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ সংক্রান্ত মামলা হয়েছে কি না, তা জানানোর জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে ১৪৯টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩৩টিই হত্যা মামলা। আবেদন করা চারটি মামলা গ্রহন করা হলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াবে ১৫৩টি। এর আগে বাংলাদেশের কোন ব্যক্তি এতোগুলো মামলার আসামী হননি।