মোহনপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪; সময়: ৮:০৯ অপরাহ্ণ |
মোহনপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মোহনপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজশাহী- নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেয়া বক্তব্যে নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করলেও ষড়যন্ত্রের অংশ হিসাবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। এ হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন ও আহত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ অর্ধশত বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। নগন্য এ হামলার বিচার দাবি করেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও পরিচালনা করেন সদস্য সচিব মাসুদ রানা।

এই সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরেফিন কনক, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মাহাফুজুর রহমান মিতু, রাইসুল ইসলাম রাসেল, ইসাহাক আলী, শফিকুল ইসলাম জীবন, উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, আবুল কালাম আজাদ, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব করিম মন্ডল, যুব দলের যুগ্ম আহবায়ক শাহারিয়ার সাজ্জাদ, আব্দুর রহিম, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুর হাসান রুবেল, কেশরহাট পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেনসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে