সুজানগরে শ্রমিক দলের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সুজানগর শ্রমিক দলের আয়োজনে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের বিশ্বাস কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ। অন্যদেও মাঝে বক্তব্য রাখেন বাঁশি প্রমুখ । সভায় বক্তারা বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্ন ভাবে জেল জুলুম অত্যচারের করেছে । তার পরেও শ্রমিক দল কে দমিয়ে রাখতে পারে নাই।
আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকার কে পতন করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগ তার কর্মকান্ডের জন্য নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ও ভোট অধিকার হরণ করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তাদের ও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তা হলেই সাধারণ মানুষ ভোট অধিকার ফিরে পাবে।